শাহজালালে স্বর্ণের বারসহ ২ ভারতীয় আটক

প্রকাশ: ২০১৭-১২-২৭ ১৪:৪২:৫২


goldরাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বারসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম।

আটক দুজন হলেন- ঈশ্বর দাস ও গুরজান শিং। তাদের কাছে দুই কেজি ৬২০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার পাওয়া গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় দুবাই থেকে আগত এমিরেটস ইকে-৫৮৬ ফ্লাইট থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন প্রিভেনটিভ টিমের সহকারী কমিশনার সাইদুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় দুই যাত্রীকে গ্রিন চ্যানেলে শনাক্ত করা হয়। বারগুলো বিশেষ প্রক্রিয়ায় তাদের শরীরের ভেতর লুকানো ছিল। পরে উত্তরার একটি ক্লিনিকে এক্সরে করে ঈশ্বর দাসের কাছ থেকে এক কেজি ২৯৫ গ্রাম ও গুরজান শিংয়ের কাছ থেকে এক কেজি ৩২৫ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় এক কোটি ৩১ লাখ টাকা।

এ ঘটনায় শুল্ক আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান প্রিভেনটিভ টিমের এই কর্মকর্তা।