ভারত থেকে জম্মু-কাশ্মীর ও অরুণাচলকে বাদ দিল চীন!
প্রকাশ: ২০১৮-০১-০৫ ১২:২১:৪৩
ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে দীর্ঘদিনের বিরোধ চীনের। এবার সেই বিরোধের শোধ নিতে নতুন পদ্ধতি অবলম্বন করেছে দেশটি।
ভারতের জম্মু-কাশ্মীর ও অরুণাচল প্রদেশকে বাদ দিয়ে বিশ্ববাজারে নতুন গ্লোব বিক্রি শুরু করেছে এশিয়ার পরাশক্তি দেশটি। খবর জি নিউজের।
সম্প্রতি কানাডার টরেন্টোর একটি শপিংমলে এমন চীনা গ্লোবের অস্তিত্ব মিলেছে।
কানাডা প্রবাসী ভারতীয় সন্দীপ দেসওয়াল জানান, ইংরেজি বর্ষবরণের রাতে ম্যালটনের এক শপিংমলে কিছু কেনাকাটা করতে যান তিনি। সেখান থেকে মেয়ের জন্য একটি গ্লোব কেনেন তিনি। বাড়িতে এসে তিনি দেখেন যে ভারতের মানচিত্র থেকে জম্মু-কাশ্মীরকে আলাদা করে দেখানো হয়েছে।
সন্দ্বীপ বলেন, ভীষণ দুর্ভাগ্যজনক বিষয় এটি। মানচিত্রে এমন ভুল থাকলে পরবর্তী প্রজন্ম কী শিখবে?
এ বিষয়ে বিক্রেতারা জানিয়েছেন, জম্মু-কাশ্মীরের পাশাপাশি অরুণাচল প্রদেশকেও বাদ দেয়া হয়েছে, এমন গ্লোব চীন থেকে রপ্তানি করা হয়।
তবে এ নিয়ে প্রশ্ন ওঠায় তারা গ্লোব বিক্রি বন্ধ রেখেছেন। বিষয়টি খতিয়ে দেখতে অভিযুক্ত গ্লোবের নমুনা সংশ্লিষ্ট দফতরে পাঠিয়েছেন বিক্রেতারা।