ঢাবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন
প্রকাশ: ২০১৮-০১-১৫ ১২:২১:২০
৭ কলেজ অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচি চলছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ক্লাসে অংশগ্রহণ থেকে বিরত রয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। অবস্থান নিয়েছেন অপরাজেয় বাংলায়। সেখানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা।
শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবেন। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।
এদিনও শিক্ষার্থীরা ‘বাতিল হোক অধিভুক্ত, ঢাবি হোক বহিরাগত মুক্ত’; ‘দাবি মোদের একটাই, ঢাবির কোনো শাখা নাই’; ‘এক দফা এক দাবি, অধিভুক্ত মুক্ত ঢাবি’; ‘রাখতে ঢাবির সম্মান, সাত কলেজ বেমানান’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।
এর আগে গতকাল রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি শেষে আজ ক্লাস বর্জনের ঘোষণা দেয়া হয়।
এদিকে রোববার রাতে শিক্ষার্থীদের এমন আন্দোলনকে ‘অবাঞ্ছনীয় ও অগ্রহণযোগ্য’ মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স। এরপর অনেকে আন্দোলন অব্যাহত রাখা যাবে না বলে ধারণা করেন।
অন্যদিকে ঢাবি শিক্ষার্থীদের আন্দোলনকে অযৌক্তিক দাবি করে সাত কলেজের শিক্ষার্থীরা আজ সকাল ১১টায় নিজ নিজ কলেজের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে।