৮ কর কমিশনারের দপ্তর বদল

প্রকাশ: ২০১৮-০১-১৫ ২০:৪২:১৩


nbr1453712611জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগে অধিকতর গতিশীলতা, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন ও অর্থমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৮ কর কমিশনারের দপ্তর বদল করা হয়েছে। সম্প্রতি এনবিআরের দ্বিতীয় সচিব (কর প্রশাসন-১) আজম উদ্দীন তালুকদার সইকৃত এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ), ঢাকা এর কমিশনার মো. আলমগীর হোসেনকে কর অঞ্চল-১, ঢাকা বদলি করা হয়েছে। সম্প্রতি কর অঞ্চল-১ এর কমিশনার কানন কুমার রায় এনবিআরের সদস্য হিসেবে পদোন্নতি পাওয়ায় কর অঞ্চল-১ কমিশনারের পদ শূন্য হয়।
কর আপীল অঞ্চল-২, ঢাকা এর কর কমিশনার কাজী ইমদাদুল হককে কর অঞ্চল-১, ঢাকা, কর অঞ্চল-১০, ঢাকা কমিশনার অপূর্ব কান্তি দাসকে বৃহৎ করদাতা ইউনিট, ঢাকা বদলি করা হয়েছে।

কর অঞ্চল-২ চট্টগ্রাম এর কমিশনার প্রদ্যুৎ কুমার সরকার কে কর আপীল অঞ্চল-২, ঢাকা এবং কর অঞ্চল-৮ এর কমিশনার (চলতি দায়িত্ব) মোহাং আবু তাহের চৌধুরীকে কর অঞ্চল-১০, ঢাকার কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। অপর আদেশে এনবিআরের আওতাধীন সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) মহাপরিচালক হিসেবে কর কমিশনার (চলতি দায়িত্ব) মো. আব্দুল বাতেনকে বদলি করা হয়েছে। এর আগে সিআইসির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন কর কমিশনার বেলাল উদ্দিন। সম্প্রতি তাকে ঢাকা কর আপীলাত ট্রাইব্যুনাল এর সদস্য হিসেবে বদলি ও এনবিআরের সংযুক্ত করা হয়েছে। সিআইসি এনবিআরের আওতাধীন একটি গোয়েন্দা সংস্থা।

দপ্তর বদল করা অপর দুই কর কমিশনারের মধ্যে কর কমিশনার ও ঢাকা কর আপীলাত ট্রাইব্যুনাল এর সদস্য মো. সেলিম আফজালকে কর অঞ্চল-৮ এবং চট্টগ্রাম কর আপীলাত ট্রাইব্যুনাল সদস্য ও কর কমিশনার (চলতি দায়িত্ব) মো. গোলাম মোস্তফাকে ঢাকা কর আপীলাত ট্রাইব্যুনাল সদস্য করা হয়েছে।