শপথ গ্রহণ করলেন রংপুরের মেয়র

প্রকাশ: ২০১৮-০১-১৮ ১২:৩০:২৪


maorরংপুর সিটি কর্পোরেশনের (রসিক) নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা শপথগ্রহণ করেছেন।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথবাক্য পাঠ করান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলররাও শপথগ্রহণ করেন।

এ সময় প্রধানমন্ত্রী নবনির্বাচিত জনপ্রতিনিধিদের রংপুর সিটির উন্নয়নে কাজ করার নির্দেশ দেন।

গত ২১ ডিসেম্বর জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা রংপুরে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত সাবেক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু।