মাঝ আকাশে বিয়ে, সাক্ষী পোপ
প্রকাশ: ২০১৮-০১-২০ ১২:৪৮:৪৯
বর-কনে দুজনেই বিমানকর্মী। তাই বিমানেই আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠানের। আর তাদের চার হাত এক করলেন পোপ ফ্রান্সিস।
শুক্রবার সান্তিয়াগো থেকে উত্তরাঞ্চলীয় ইকিক শহরে যাওয়ার পথে ঐতিহাসিক এই বিয়ের সাক্ষী থাকলেন পোপ ফ্রান্সিস।
শুধু কি তাই, পোপ ফ্রান্সিস নিজেই দুপক্ষের কর্তা হয়ে এগিয়ে আসেন। প্রস্তাব দেন-‘আপনারা চাইলে এখানেও বিয়ের অনুষ্ঠান হতে পারে’! যা শুনে হকচকিয়ে যান কনে রুইজ (৩৯) আর বর কার্লোস সিউফার্দি এলোরিগা (৪১)। তবে ঘোর কাটে খানিক পরে। মনে পড়ে যায়, ২০১০-এর প্রবল ভূমিকম্পে চিলির রাজধানী সান্তিয়াগোর গির্জা ভেঙে পড়ায় সে বার বিয়েটা তো কোনোমতেই শেষ করতে হয়েছিল। পোপের প্রস্তাবে তাই লাজুক হেসেই রাজি হয়ে যান তারা।
পরে ক্যাথলিক রীতি মেনেই তাদের বিয়ের পাঠ পড়ান পোপ। হাতে লেখা বিয়ের শুভেচ্ছাবার্তাও তুলে দেন। পাশেই দাঁড়িয়েছিলেন এয়ারলাইনসের এক শীর্ষকর্তা। বিয়ের আসরে থাকতে পেরে তিনিও গর্বিত। আর দুই সন্তানের বাবা-মা ওই ‘নবদম্পতি’ যেন তখনও হাওয়ায় ভাসছেন।