নয়াপল্টনে সিটি হার্ট শপিংমলে আগুন
প্রকাশ: ২০১৮-০১-৩০ ১১:০৮:০০
রাজধানীর নয়াপল্টনের সিটি হার্ট শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ওই মলে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার।
তিনি বলেন, সকাল পৌনে ৮টার দিকে নয়াপল্টনের সিটি হার্ট শপিংমলের দোতলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
তবে আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।