খালেদা জিয়ার সংবাদ সম্মেলন বুধবার বিকেলে

প্রকাশ: ২০১৮-০২-০৬ ২৩:২৭:২৪


ziaবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল বুধবার সংবাদ সম্মেলন ডেকেছেন। রাজধানী গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকেল ৫টার দিকে এ সংবাদ সম্মেলন হবে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বুধবার বিকেলে দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। এ মামলার অন্যতম আসামি খালেদা জিয়া। এ মামলার রায় ঘোষণার একদিন আগে সংবাদ সম্মেলন ডাকলেন খালেদা জিয়া।