কুমিল্লার মামলায় গ্রেফতার দেখানো হলো খালেদা জিয়াকে
প্রকাশ: ২০১৮-০২-১২ ২২:৫৬:৩৬
দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কুমিল্লায় নাশকতার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
সোমবার গুলশান থানা-পুলিশ কুমিল্লায় নাশকতার ওই মামলায় বিএনপি চেয়ারপারসনকে গ্রেফতার দেখিয়েছে বলে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মো. কাইমুল হক।
কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারসংলগ্ন জগমোহনপুর এলাকায় বাসে পেট্রলবোমা নিক্ষেপের মামলায় গত ২ জানুয়ারি খালেদা জিয়াসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
এরপর কুমিল্লার কোর্ট পুলিশ পরিদর্শক সুব্রত ব্যানার্জি ওই মামলার গ্রেফতারি পরোয়ানা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে পাঠায়।
আগামী ২৫ ফেব্রুয়ারি কুমিল্লার আমলি আদালতে (চৌদ্দগ্রাম) ওই মামলার বিচারকার্যের দিন ধার্য করা হয়েছে।
অন্যদিকে শিগগির জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের সার্টিফায়েড কপি না পাওয়ায় খালেদা জিয়ার আপিল ও জামিন আবেদনে সময় লাগছে। ফলে সহসা সাবেক প্রধানমন্ত্রীর মুক্তি পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত এ মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। গ্রেফতারি পরোয়ানা ওই মামলা ছাড়াও কুমিল্লার আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। ওই মামলা দুটি হাইকোর্ট স্থগিতাদেশ দেয়। কিন্তু বাসে পেট্রলবোমা ছুড়ে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বলবৎ আছে। ওই মামলাতেই খালেদা জিয়াকে গ্রেফতার দেখানো হয়।