এফবিআইয়ের ব্যর্থতাতেই এমন হামলা!
প্রকাশ: ২০১৮-০২-১৬ ১১:৫৮:১৩
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের স্কুলে বুধবারের গোলাগুলি ও হামলার ঘটনার ব্যাপারে আগেই সতর্ক করা হয়েছিল দেশটির গোয়েন্দা সংস্থাকে (এফবিআই)।
বিবিসির খবরে জানা যায়, গত বছর ইউটিউবের একটি পোস্টে হামলাকারী কিশোর নিকোলাস ক্রুজ মন্তব্য করেছিলেন, তিনি পেশাদার হামলাকারী হবেন। এফবিআই স্বীকার করেছে, ইউটিউবের একজন ব্যবহারকারী ওই পোস্ট সম্পর্কে তাঁদের সতর্ক করেছিলেন। বেন বেননাইট নামে ওই ব্যবহারকারী বলেন, তিনি এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাঁদের সঙ্গে পোস্টের ব্যাপারে ২০ মিনিট কথা হয়েছিল।
এফবিআই বলছে, তাঁরা ইউটিউবের ওই মন্তব্য নিয়ে তদন্ত করেছিলেন। কিন্তু কে এই পোস্ট দিয়েছিলেন তা শনাক্ত করতে পারেননি।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবর বলছে, শিক্ষকেরাও ক্রুজের ব্যাপারে সতর্ক ছিলেন। তাঁকে কোনো ব্যাগ বা বোঝা নিয়ে স্কুল ক্যাম্পাসে আসতে নিষেধ করা হয়েছিল।
স্কুলের গণিতের শিক্ষক জিম গার্ড মিয়ামি হেরাল্ড পত্রিকাকে বলেন, স্কুল কর্তৃপক্ষ ক্রুজের আচরণ সম্পর্কে শিক্ষকদের ইমেইল করেছিলেন। গত বছর ক্রুজের বিরুদ্ধে শিক্ষকদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। তাঁকে ক্যাম্পাস ছাড়তে বলা হয়েছিল।
১৯ বছরের তরুণ নিকোলাস ক্রুজ গত বুধবার ভালোবাসা দিবসে পার্কল্যান্ডের মার্জোরি স্টোনম্যান ডগলাস উচ্চবিদ্যালয়ে গুলি চালিয়ে ১৭ জনকে হত্যা করেন। এই অভিযোগে ক্রুজকে গতকাল আদালতে নেওয়া হয়েছে। ২০১২ সালের পর যুক্তরাষ্ট্রে এটি ভয়াবহ হামলার ঘটনা।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ক্রুজ তদন্তকারীদের কাছে ওই হামলা চালিয়েছেন বলে স্বীকারোক্তি দেন। তাঁর কাছে থাকা ব্যাগে প্রচুর গোলাবারুদ ছিল বলেও জানান।
ব্রোয়ার্ড কাউন্টির শেরিফ স্কট ইসরায়েল বলেন , ক্রুজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ছিল খুবই গোলমেলে।
তবে পুলিশ বলছে, তাঁরা ক্রজের ওপর সম্ভাব্য হামলার বিষয়ে আগে কিছুই জানতেন না।