মঞ্চ নাটক মঞ্চেই মানায়, জাতীয় নির্বাচনে নয়: অধ্যাপক তাহের

আপডেট: ২০১৮-০২-১৮ ১৫:২১:১৪


 

NDMমঞ্চ নাটক নাট্য মঞ্চেই মানায়, জাতীয় নির্বাচনে নয়। আপনারা জেনে রাখুন নির্বাচনে শুধু বিএনপি আসলেই প্রতিদ্বন্দ্বীতা হবে এটা ভাবা ভুল বলে মন্তব্য করেন।

শনিবার রাজধানীর বনানীস্থ দলীয় চেয়ারম্যান কার্যালয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুব আন্দোলন কর্তৃক আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, এনডিএম মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ মোঃ তাহের বলেন, “স্বাধীন বাংলাদেশের স্বপ্নের সূচনা হয়েছিলো মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়ে। রাষ্ট্র ভাষা বাংলা চাই দাবীটি ছিলো বিশ্বের ইতিহাসের স্মরণীয় ঘটনা।

দলেই এই মহাসচিব বলেন, প্রায় ৪ বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি আমাদের অকুতোভয় ছাত্র সমাজ পাকিস্তানি শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে প্রতিবাদী মিছিল বের করে। সেদিনের সালাম, বরকত, রফিক, জব্বারের মহান আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা পেয়েছি বাংলা ভাষায় কথা বলার অধিকার।

আজ সেই বাংলা ভাষায় পরিষ্কার বলছি প্রভাবমুক্ত পরিবেশে নিরপেক্ষ জাতীয় নির্বাচন চাই। আমাদের মাননীয় স্বাস্থ্য মন্ত্রী বিএনপিকে উদ্দ্যেশ্য করে বলেছেন খেলা হবে বিজয়ের মাসে, আর গোল দিবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, রাজনৈতিক দল হিসাবে ইসিতে নিবন্ধনের অতি কাছে থাকা এনডিএম বিভিন্ন সংসদীয় আসনে ইতোমধ্যে সাবেক সাংসদ, বিশিষ্ট শিল্পপতি এবং জাতীয় পর্যায়ের পরিচিতমুখ প্রার্থী হিসাবে ঠিক করেছে। ভাষা আন্দোলনের ইতিহাস মনে রাখুন। ব্যাংক লুট করে, নির্বাচন কমিশনকে তাঁবেদার বানিয়ে, দলীয় ক্যাডার হিসাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে আর গুম-খুনের রেকর্ড করে পার পাবেন না। সবার আমলনামা লেখা হচ্ছে, হিসাব দিতেই হবেই”।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এনডিএম চেয়ারম্যানের বিশেষ সহকারী মোমিনুল আমিন। যুব আন্দোলনের কেন্দ্রীয় আহবয়ক লায়ন নুরুজ্জামান হীরার সভাপতিত্বে ও যুব আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব মোঃ আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনডিএম কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নাইজেল গেব্রিয়েল মেন্ডিস, যুব আন্দোলন দপ্তর সম্পাদক দিদার আলম সুমন, মহানগর সম্পাদক হুসাইন মোঃ শাহাদত, মোঃ ইয়ামিন, প্রচার সম্পাদক আবু রায়হান, যুব আন্দোলন কেন্দ্রীয় নেতা কপিল শেখ, পার্থিব রাজ, মোঃ শাহাদাত, আইয়ুব সরকার, আব্দুল মোতালেব, মোছাব্বির হোসেন প্রমুখ।