প্রশ্নপত্র ফাঁসে সরকারের ভাবমুর্তি নষ্ট হচ্ছে : মতিন খসরু
প্রকাশ: ২০১৮-০২-২৫ ২৩:২১:৪৩
বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। এই প্রশ্নপত্র ফাঁসে সরকারের ভাবমুর্তি নষ্ট হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে মতিন খসরু এ ক্ষোভ প্রকাশ করেন।
মতিন খসরু বলেন, একের পর এক প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। প্রশ্নপত্র ফাঁস বন্ধ হচ্ছে না। এতে সরকারের ভাবমুর্তি নষ্ট হচ্ছে। প্রশ্নফাঁস হয়েছে এটা আর শুনতে চাই না। তিনি আরও বলেন, আওয়ামী লীগে অনেক লোক আছে, লোকের অভাব নেই। এই প্রশ্নপত্র ফাঁসের দায় আওয়ামী লীগ নেবে না, আমরা এ দায় নেব না।
সাবেক এ আইনমন্ত্রী বলেন, বলা হয় অতীতেও প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এটা কোনো কথা হতে পারে না। শেখ হাসিনার সরকারের অনেক অর্জন আছে। প্রশ্নপত্র ফাঁসের এ ঘটনায় সরকারের সেই অর্জন নষ্ট হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা অনেক দূর এগিয়ে গেছি, আরও আরও অনেক দূর এগিয়ে এগিয়ে যাব।
আব্দুল মতিন খসরু আরও বলেন, খালেদা জিয়ার বিচারে সাজা হয়েছে। এটা কীসের বিচার হয়েছে? ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছিল। সেই বিচার হচ্ছে না কেন? মানুষ আমাদের কাছে প্রশ্ন করে, ২১ আগস্টের বিচার কোথায়। এ বিচার শেষ হচ্ছে না কেন? এই বিচার দ্রুত শেষ করতে হবে।