বিয়ের প্রলোভনে এতিম কিশোরীকে ধর্ষণ
প্রকাশ: ২০১৮-০৪-০৬ ০৮:৪৩:২৫
বিয়ের প্রলোভন দেখিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে এক এতিম কিশোরীকে ধর্ষণের অভিযোগে কথিত প্রেমিককে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ধর্ষণের অভিযোগে প্রেমকি নাজু মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে। সে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের নালেরবন্দ গ্রামের আলীনূর মিয়ার ছেলে।
ধর্ষিতার পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নালেরবন্দ গ্রামের ধনাঢ্য আলীনূরের বখাটে ছেলে নাজু (২০) গত কয়েক মাস ধরেই একই গ্রামের পিতৃহীন ১৬ বছরের এক এতিম কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
একপর্যায়ে ১ এপ্রিল রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনে ডেকে নিয়ে গ্রামের পার্শ্ববর্তী ধান ক্ষেতে ওই কিশোরীকে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায় নাজু। এ নিয়ে রাতেই নাজুর পরিবারের কাছে নালিস করলে পরদিন সোমবার ওই কিশোরীকে বেধড়ক মারধর করে তার বিধবা মাসহ তাকে গ্রামছাড়া করার হুমকি দেয়া হয়।
পরবর্তী বুধবার রাতে কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করলে তাহিরপুর উপজেলা সদরে মামার বাড়িতে আত্মগোপনে থাকা নাজুকে থানা পুলিশ গ্রেফতার করে। তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর জানান, আদালতের মাধ্যমে বৃহস্পতিবার রাজুকে জেলা করাগারে পাঠানো হয়েছে।