নরসিংদীতে প্রশ্নফাঁসের অভিযোগে যুবক গ্রেফতার
প্রকাশ: ২০১৮-০৪-০৬ ০৮:৪৭:৪১
এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে পারভেজ নামে এক যুবককে নরসিংদীর শিবপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। হস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে শিবপুর উপজেলার জাঙ্গালিয়া এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। পারভেজ জাঙ্গালিয়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র,দ্বিতীয় পত্র ও ইংরেজী ১ম পত্র পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছিল পারভেজ।
তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তাকে অনুসরন করা হচ্ছিল। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে পারভেজের সম্পিক্ততা নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতারে অভিযানে নামে ডিবি পুলিশ। পরে তার মোবাইল ট্যাকিং করে শিবপুরের জাঙ্গালিয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক রুপম কুমার সরকার বলেন,পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ তিনটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথা স্বীকার করেছে।