রাশিয়ার ২৪ জনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবরোধ

প্রকাশ: ২০১৮-০৪-০৭ ১৩:৩৩:৪১


Rasiya2018রাশিয়ার সাত প্রভাবশালী ব্যক্তি ও ১৭ সরকারি কর্মকর্তাসহ মোট ২৪ জনের ওপর অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাপী ‘ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত থাকার’ অভিযোগে এ অবরোধ আরোপ করা হয়। অবরোধের আওতায় আসা সাত প্রভাবশালীর অধীনস্থ ১২ কোম্পানি, রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান ও একটি ব্যাংকের ওপরও এই অবরোধ বলবৎ হবে।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মনুচিন জানিয়েছেন, রাশিয়ার ‘দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়া’ থেকে যারা সুবিধা আদায় করছিল তাদেরকে লক্ষ্য করে এই শাস্তি আরোপ করা হয়েছে। এক বিবৃতিতে তিনি জানান, যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে এ অবরোধ আরোপিত হয়েছে। এ ছাড়া, ক্রিমিয়া, পূর্ব ইউক্রেন ও সিরিয়ায় রাশিয়ার পদক্ষেপের কারণেও এই অবরোধ।

মনুচিন রাশিয়ার সরকারের বিরুদ্ধে ‘বিদ্বেষপরায়ণ সাইবার কর্মকাণ্ড’ চালানোর অভিযোগ আনেন এবং বলেন, ‘পুতিনের শাসন থেকে সুফল ভোগকারীদের অবরোধের লক্ষ্যে পরিণত করা হয়েছে।’

তথ্য : বিবিসি