খালেদা জিয়া হাসপাতালে

প্রকাশ: ২০১৮-০৪-০৭ ১৩:৩৮:১০


khaleda-ziaজিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মেডিক্যালে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা প্রশান্ত মজুমদার বলেন, খালেদা জিয়াকে হাসপাতালের ৫১২ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসার জন্য চার সদস্যর মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

খালেদা জিয়াকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার সড়কগুলোতে যান চলাচল সীমিত করা হয়। এ ছাড়া পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ আদালত। এরপর থেকে তিনি কারাগারে আছেন।