৩০ শতাংশ শেয়ার ধারনের নির্দেশনায় সংশোধনী
আপডেট: ২০১৮-০৭-১১ ০০:৪৭:২৫
প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) পরবর্তী ৩০ শতাংশ শেয়ার ধারনের নির্দেশনায় সংশোধনী এনেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬৫০তম নিয়মিত সভায় এই পরিবর্তন অনুমোদন দেয়া হয়েছে।
মঙ্গলবার (১০ জুলাই) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সংশোধনী অনুযায়ি, উদ্যোক্তা/প্রবর্তক ও পরিচালকদেরকে সম্মিলিতভাবে আইপিও অনুমোদনের পরবর্তী ৩ বছর কমপক্ষে ৩০ শতাংশ শেয়ার ধারন করতে হবে। তবে আগের নির্দেশনায় পরিচালকরা এই শর্তের বাহিরে ছিল।