কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি : তদন্ত প্রতিবেদন ২৯ আগস্ট

আপডেট: ২০১৮-০৭-১২ ১৫:৪৪:০৫


বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২৯ আগস্ট নির্ধারণ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদনের দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা এদিন কোনও প্রতিবেদন জমা না দেওয়ায় নতুন তারিখ ধার্য করেন ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী।bangladesh_bank

২০১৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়।

পরে ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা। ২০১৬ সালের ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।