প্রথমদিনে এসকে ট্রিমসের শেয়ার দর বেড়েছে ৩০৯ শতাংশ
প্রকাশ: ২০১৮-০৭-১৬ ০৯:০৩:৫২
লেনদেনের প্রথম দিনে এসকে ট্রিমসের শেয়ার দর ৩০৯ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ১০ টাকা দরের কোম্পানিটির শেয়ার প্রথম দিনে ৪৫ টাকা দিয়ে লেনদেন শুরু হয়। এদিনকোম্পানিটির শেয়ার দর ৩৫.৩০ টাকা থেকে ৫৫ টাকায় লেনদেন হয়েছে। তবে দিন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৪০.৯০ টাকা। অর্থাৎ প্রথম দিনে কোম্পানিটির শেয়ার দর ৩০.৯০ টাকা বা ৩০৯ শতাংশ বেড়েছে।
আজ কোম্পানিটির মোট ৮১ লাখ ৯৬ হাজার ১১৮টি শেয়ার ৩৩ কোটি ২২ লাখ ১০ হাজার টাকায় লেনদেন হয়েছে। শেয়ারগুলো মোট ১৫ হাজার ১৭৩ বার হাত বদল হয়েছে।
কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য ১২ জুন লটারির ড্র অনুষ্ঠিত হয়। এর আগে কোম্পানিটির আইপিওতে ১৪ থেকে ২২ মে পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।
কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৩ কোটি শেয়ার ছেড়ে ৩০ কোটি টাকা উত্তোলন করে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নেয়া হয় ১০ টাকা।
আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভবন নির্মাণ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
৩০ জুন ২০১৭ পর্যন্ত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৭৯ টাকা এবং বিগত ৩টি আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ভারিত গড় হারে হয়েছে ১.৩১ টাকা।
আইপিও খাতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল ও বিএমএসএল ইনভেস্টমেন্টস।
এর আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৩০তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়েছে।