হাইডেলবার্গের পর্ষদে একীভূতকরণের খসড়া স্কিম অনুমোদন
আপডেট: ২০১৮-০৭-১৮ ১২:৩৩:২৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ সিমেন্টের পরিচালনা পর্ষদ মেঘনা এনার্জি লিমিটেড একীভূতকরণ (Amalgamation) করার খসড়া স্কিম অনুমোদন দিয়েছে। আজ মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, হাইডেলবার্গ সিমেন্ট মেঘনা এনার্জি একীভূতকরণ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে করা হবে। যা কোর্টে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এর আগে চলতি বছরের ১৫ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক মেঘনা এনার্জির ৪০ লাখ ৫৬ হাজার ৪৫৭টি শেয়ার হস্তান্তরের অনুমতি দেয়।
উল্লেখ, মেঘনা এনার্জি লিমিটেড একটি বেসরকারি কোম্পানি। এই কোম্পানিটি ছোট বিদ্যুৎ প্লান্ট হিসাবে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করে।
আর হাইডেলবার্গ সিমেন্ট ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির মোট শেয়ারের মধ্যে ৬০ দশমিক ৬৭ শতাংশ উদ্যোক্তা পরিচালকের কাছে, ২৬ দশমিক ৫৪ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে, ১ দশমিক ২৬ শতাংশ শেয়ার বিদেশি বিনিয়োগকারীদের কাছে এবং ১১ দশমিক ৪৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে।