তামাদি পলিসি চালুর বিশেষ সুযোগ ন্যাশনাল লাইফে
ডেস্ক প্রকাশ: ২০১৮-০৭-১৮ ২৩:২৯:০৮
তামাদি পলিসি চালু করার জন্য বিশেষ সুযোগ দিচ্ছে বেসরকারি লাইফ বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সুযোগ চালু থাকবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বীমা পলিসির সুযোগ-সুবিধা বহাল থাকবে বলে জানিয়েছে বীমা কোম্পানিটি।
কোম্পানি সূত্রে জানা গেছে, যেসব পলিসি তামাদির সময় ১ বছর হয়েছে সেগুলোর বিলম্ব মাশুল সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। অর্থাৎ কোন রকম বিলম্ব মাশুল ছাড়াই এসব পলিসি চালু করা যাবে। তবে তামাদির সময় ২ থেকে ৫ বছর হলে অর্ধেক বিলম্ব মাশুল পরিশোধ করে পলিসি চালু করতে হবে।
এ ছাড়াও ৬ থেকে ৭ বছর পর্যন্ত তামাদি থাকা পলিসিও চালুর সুযোগ রয়েছে। এক্ষেত্রে কোম্পানির দেয়া শর্তাবলী পূর্ণ করেই এসব পলিসি চালু করতে হবে। তবে ৭ বছরের বেশি সময় তামাদি থাকা পলিসি চালুর কোন সুযোগ নেই বলে জানিয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।
এই বিশেষ সুবিধায় তামাদি পলিসি চালু করা হলে ঘোষিত বোনাস পাওয়া যাবে বলে জানিয়েছে বীমা কোম্পানিটি। এ ছাড়াও আর্থিক লাভ ও সঞ্চয় নিশ্চিত থাকবে এবং বীমা ঝুঁকিও নিশ্চিত থাকবে।
এক্ষেত্রে আগামী ৩১ আগস্টের মধ্যে তামাদি পলিসির সম্পূর্ণ প্রিমিয়াম পরিশোধ করে ডিজিএইচ দাখিলপূর্বক বা শর্ত সাপেক্ষে তামাদি পলিসি সচল করতে হবে বলে জানিয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ।
এ বিষয়ে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের বলেন, প্রতি বছরই আমরা গ্রাহকদের এ সুবিধা দিয়ে থাকি। এর মাধ্যমে তামাদি পলিসি চালুর সুযোগ পায় গ্রাহকরা। তাদের সুযোগ-সুবিধাও বহাল থাকে। এতে ভালো সাড়া পাওয়া যায় বলেও জানান জামাল এম এ নাসের।