১৪ কোম্পানির শেয়ারের ক্রেতা উধাও!

ডেস্ক প্রকাশ: ২০১৮-০৭-১৯ ১৪:৪৬:১৯


একদিনের ব্যবধানে দুর্বল মৌলের কোম্পানির লেনদেনে বিপরীত চিত্র দেখা দিয়েছে। একদিন আগেও কোম্পানিগুলো বিক্রেতা সংকট ছিল। কিন্তু একদিনের ব্যবধানে একেবারে ভিন্ন চিত্র ফুটে উঠেছে কোম্পানিগুলোর লেনদেনে। সপ্তাহের শেষদিন আজ বৃহস্পতিবার ১৪টি দুর্বল ও স্বল্প মূলধনী কোম্পানি ক্রেতা উধাও হয়ে গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, গতকাল বুধবার ডিএসই কর্তৃক ২ দুর্বল মৌলের কোম্পানি তালিকাচ্যুত করার পর একদিনের ব্যবধানে আজ এ ধরনের বিপরীত চিত্রের অবতারণা হলো। এদিন সবচেয়ে বেশি দর কমেছে মেঘনা কনডেন্স মিল্কের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯.৮৩ শতাংশ। এরপর কমেছে মেঘনা পেটের ৯.৭২ শতাংশ, সমতা লেদার ৯.৬৯ শতাংশ, হাক্কানী পাল্প ৯.৫০ শতাংশ, দুলামিয়া কটন ৯.৪৭ শতাংশ, ইউনাইটেড এয়ার ৯.০১ শতাংশ, অলটেক্স ৯.০১ শতাংশ ও জিলবাংলা সুগার ৯.০১ শতাংশ।

এছাড়া, ক্রেতা সংকটের পথে রয়েছে ঢাকা ডাইং, এমারেন্ড ওয়েল, বিডি অটোকারস, সিএনএ টেক্সটাইল, কেএন্ডকিউ, নর্দার্ন জুট।