‘ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ১ বিলিয়নে নেওয়া সম্ভব’
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-০৭-২১ ২০:৩৬:১০
বড় অর্থনীতির দেশ হলেও ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ঘাটতি এখনো অনেক বেশি। বর্তমানে দেশটির সঙ্গে প্রায় ৩শ’ মিলিয়ন ডলারের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তবে দুই দেশের ব্যবসায়িদের প্রচেষ্টা আরো বাড়ানো গেলে শিগগিরই এটি এক বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব।
শনিবার (২১ জুলাই) রাজধানীর বিজিএমইএ ভবনে ভারতের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন, তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি মো. সিদ্দিকুর রহমান।
তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ। দেশটির সঙ্গে তৈরি পোশাক নিয়ে আমাদের ব্যবসায়িক প্রতিযোগিতা রয়েছে। তবে এটি সত্য যে দেশটির সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়াতে হবে।
বিজিএমইএ’র সভাকক্ষে ওই বৈঠকে ভারতের ইয়ার্ন ও ফ্যাব্রিক্স ব্যবসায়ীদের ২৫ সদস্যের নেতৃত্ব দেন উজ্জ্বল লাহোতি। এসময় অন্যদের মধ্যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সঙ্গে এসময় অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন, বিজিএমইএ’র ১ম সহ-সভাপতি মঈনউদ্দিন আহমেদ (মিন্টু), সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির। বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।