সপ্তাহজুড়ে ব্লকে ৫৯ কোটি টাকার লেনদেন

ডেস্ক প্রকাশ: ২০১৮-০৭-২১ ২০:৩৯:০৭


বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট এক কোটি ৩৩ লাখ ৬৩ হাজার ৫৯৭টি শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৯ কোটি ১২ লাখ টাকা। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ইউনিট লেনদেন হয়েছে এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড। এই ফান্ডের ৪৮ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩ কোটি ৫৪ লাখ টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড। কোম্পানিটির মোট ১৫ লাখ শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা ব্যাংক এশিয়া ১৩ লাখ ২৪ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য এক কোটি ৯৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রহিম টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, এইচআর টেক্সটাইল, ইসলামী ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, ন্যাশনাল পলিমার, প্যারামাউন্ট টেক্সটাইল, স্ট্যাইল ক্রাফট, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, অ্যাপেক্স ফুডস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, কুইন সাউথ টেক্সটাইল, উত্তরা ব্যাংক, সিঙ্গারবিডি লিমিটেড।

এছাড়া মেট্রো স্পিনিং, ইবনে সিনা, আইটিসি, ইবিএল, আমান ফিড, রিজেন্ট টেক্সটাইল, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি, সিটি ব্যাংক, কেডিএস এক্সসেসরিজ, কেপিসিএল, নাভানা সিএনজি, স্যালভো কেমিক্যাল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং, অ্যাডভেন্ট ফার্মা, বিডিকম অনলাইন ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ব্লকে লেনদেন করেছে।