২ প্রতিষ্ঠানের বোর্ড সভা আজ

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৮-০৭-২২ ০৯:৪২:১৭


পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ প্রতিষ্ঠান। এগুলো হচ্ছে- হাগ্লাস্কো স্মিথক্লাইন এবং ভ্যানগার্ড এএমএল রুপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ভ্যানগার্ড এএমএল রুপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ট্রাস্টি সভা ২২ জুলাই, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৮ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

গ্লাস্কো স্মিথক্লাইনের বোর্ড সভা ২২ জুলাই, বিকেল সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৮ পর্যন্ত (দ্বিতীয় প্রান্তিক) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে।