স্মল ক্যাপিটাল প্লাটফর্ম নিয়ে ডিএসইর প্রশিক্ষণ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৭-২২ ২৩:০৯:০৬


যেসব কোম্পানি পরিশোধিত মূলধন পরিমাণ নূন্যতম ৫ কোটি টাকা সে সমস্ত কোম্পানি অর্থ উত্তোলন করে স্মল ক্যাপিটাল প্লাটফর্মে তালিকাভুক্ত হতে পারবে। এই প্লাটফর্ম তৈরির ফলে সারা দেশে ছড়িয়ে থাকা অসংখ্য কোম্পানি অর্থ উত্তোলনের মাধ্যমে তাদের ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবে এবং পরবর্তীতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান বোর্ডে তালিকাভুক্ত হবার সুযোগ তৈরি হবে।

অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড যে সমস্ত সিকিউরিটিজগুলো ডিএসই মেইন বোর্ড এবং স্মল ক্যাপিটাল প্লাটফর্ম-এ তালিকাভুক্ত না সেগুলো অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে লেনদেন হবে। এছাড়াও প্রাইভেট প্লেসমেন্ট-এর মাধ্যমে যেসব বন্ড ইস্যু করা হয়, তাদের লেনদেনও এই প্লাটফর্মের মাধ্যমে করা যায়।

অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড ও স্মল ক্যাপিটাল প্লাটফম এর খসড়া বিধির উপর সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদানের সুবিধার জন্য ডিএসই ট্রেনিং একাডেমি, ডিএসই প্রোডাক্ট এবং মার্কেট ডেভেলাপমেন্ট বিভাগের (পিএমডিডি) সহযোগীতায় গত ১৮-১৯ জুলাই ২ দিনব্যাপী অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড এবং স্মল ক্যাপিটাল প্লাটফর্ম বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে। ডিএসইর অভ্যন্তরীণ রিসোর্স দিয়ে এই কর্মশালাটি পরিচালনা করা হয়। পুঁজিবাজার সম্প্রসারণের উদ্যোগের অংশ হিসাবে ডিএসই অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড ও স্মল ক্যাপিটাল প্লাটফর্ম চালুর বিষয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

ইতোমধ্যেই এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দুইটি পৃথক খসড়া বিধি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে যাতে সংশ্লিষ্ট সকলে তাদের মতামত ও পরামর্শ প্রদান করতে পারেন।