গার্মেন্টস খাতের ইআরপি সফটওয়্যার প্রত্যয়
ডেস্ক প্রকাশ: ২০১৮-০৭-২৩ ০০:৩৮:২৫
নতুন সফটওয়্যারদেশের তৈরি পোশাক শিল্পকে তথ্যপ্রযুক্তিভিত্তিক করার লক্ষ্যে কাজ শুরু করেছে নিউজেন টেকনোলজি লিমিটেড। প্রতিষ্ঠানটি খাত সংশ্লিষ্ট গবেষণা (আরএনডি) করে প্রত্যয় নামে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সফটওয়্যার অবমুক্ত করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইতিমধ্যে ‘প্রত্যয়’ ইআরপি সফটওয়্যার গ্রাহকদের মধ্যে সাড়া ফেলেছে। এ ব্যাপারে এর নির্মাতা প্রতিষ্ঠান নিউজেন টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী লিয়াকত হোসেন বলেন, প্রত্যয় সফটওয়্যার এ দেশের তৈরি পোশাক খাতে একটি মাইলফলক অর্জনের প্রত্যয় নিয়েই তৈরি করা হয়েছে। এর পেছনে কাজ করছে দক্ষ একটি দল।
সফটওয়্যারটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি যা ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ আর্থিক ডাটার নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা দিতে সক্ষম। এই সফটওয়্যারটি ইতিমধ্যে ব্যাবিলন গ্রুপের সব কারখানায় বাস্তবায়নের পাশাপাশি আর্গন ডেনিমস লিমিটেড, এ জে গ্রুপ লিমিটেডসহ তৈরি পোশাক খাত ও টেক্সটাইল খাতের অনেক প্রতিষ্ঠানে বাস্তবায়সন হচ্ছে।
সফটওয়্যারটি সম্পর্কে আরও জানতে ভিজিট করতে পারেন www.newgen-bd.com সাইট।