নেইমার-উইলিয়ানের মিশেলে গড়া ব্রাজিলিয়ান ম্যালকন
ডেস্ক প্রকাশ: ২০১৮-০৭-২৫ ০৯:৩৮:১২
দলবদলের বাজারটা ব্রাজিলিয়ান তরুণদের দাপটে বেশ গরম। ব্রাজিলের ১৭ বছরের তরুণ রদ্রিগো এবং ১৮ বছরের ভিনিসিয়াসকে কিনেছে রিয়াল মাদ্রিদ। আর ২১ বছরের তরুণ মিডফিল্ডার আর্থারকে দলে টেনেছে বার্সেলোনা। মিডফিল্ডে আর্থারের মধ্যে সাবেক স্প্যানিশ তারকা জাভিকে দেখেছে বার্সা। এবার তারা আরেক ২১ বছরের ব্রাজিলিয়ান ম্যালকনের দিকে চোখ দিয়েছে। ফ্রান্সের ক্লাব বোর্দোতে খেলা এই তরুণ নাকি নেইমার এবং উইলিয়ানের মিশেলে গড়া এক উইঙ্গার।
স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার মতে, চেলসি তাদের অন্যতম তারকা উইলিয়ানকে ছাড়তে রাজি নন। আর তাই বার্সেলোনা ম্যালকনের দিকে ঝুঁকেছে। দুই মৌসুম আগে বোর্দোর হয়ে ম্যালকন ৩২ ম্যাচে সাত গোলের পাশপাশি ৪ গোলে সহায়তা দেন। পরের বছর এসে ৩৫ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ১২টি, গোল করিয়েছেন ৭টি।
তবে নিজের এই খেলায় সন্তুষ্ট নন ম্যালকন। তিনি বলেন, ‘আমি মনে করি আমার সেরা খেলাটা দিতে পারছি না। কারণ আমার কোচের মতে, ১৭ বছর বয়সে আমি ঠিক এমনটাই খেলতাম।’ ম্যালকনকে পেতে এরই মধ্যে মরিয়া হয়ে উঠেছে ইতালিয়ান ক্লাব রোমা। কিন্তু বার্সেলোনা তাদের সঙ্গে ম্যালকনকে কেনার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে।
রোমার থেকে বার্সেলোনা ক্লাবের গৌরব এবং অর্থের ঝনঝনানি দিয়ে ভাগিয়ে আনতে চলেছে। ম্যালকনের জন্য প্রায় ৪০ মিলিয়ন ইউরোর কাছাকাছি প্রস্তাব পেশ করেছে রোমা। তাকে দলে ভেড়ানো এক প্রকার নিশ্চিতও ছিল। শুধু অপেক্ষা ছিল তা বিবৃতি দিয়ে জানানোর। কিন্তু শেষ সময়ে বাধ সেজেছে বার্সেলোনা।
ম্যালকন নেইমারের মতো গতি এবং ড্রিবল করে খেলতে পারেন। তেমনি তার বাঁ পায়ের শটের জন্য আলাদাভাবে নিজেকে চিনিয়েছেন তিনি। এছাড়া ফিলিপে কৌতিনহোর মতো দূরপাল্লার শটও আছে ম্যালকনের পায়ে। তার দূরপাল্লার বাঁকানো শট গোলরক্ষককে বোকা বানাতে পটু। তবে ম্যালকন নিজে চেষ্টা করেন নেইমার এবং রবিনহোর মতো হতে।
ব্রাজিলিয়ান ক্লাব করিস্থিয়ানো বেড়ে ওঠা ম্যালকন বলেন, ‘আমি ফুলব্যাক এবং সেন্ট্রাল ডিফেন্ডারদের সঙ্গে ভয় ছাড়াই ড্রিবলিং করতে পছন্দ করি। নেইমার এবং রবিনহোর মতো হওয়ার চেষ্টা করি আমি।’ তবে তার মধ্যে নেইমার কিংবা রবিনহোকে দেখা মেলা ভার। কারণ তিনি বাঁ পায়ের ফুটবলার। গতি দিয়ে খেলতে পছন্দ করেন।