ডিসি সম্মেলন: দ্বিতীয় দিনে ৯টি অধিবেশন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-০৭-২৫ ০৯:৪৬:১৫


সম্মেলনে বিভিন্ন জেলার ডিসিরা (ছবি- ফোকাস বাংলা)চলমান জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শুরু হবে বুধবার (২৫ জুলাই) সকাল ৮টা ৪৫ মিনিটে। সচিবালয়ের মন্ত্রিসভাকক্ষে আজ ৯টি অধিবেশন অনুষ্ঠিত হবে। তবে এর মধ্যে একটি অধিবেশন বঙ্গভবনে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে অনুষ্ঠিতব্য এই মতবিনিময় সভায় ৬৪ জন জেলা প্রশাসক, ৮ জন বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সচিবালয়ে অনুষ্ঠিত ৬টি অধিবেশনে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এই অধিবেশনগুলোয় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ,পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসিসহ কয়েকজন প্রতিমন্ত্রী অংশ নেবেন।

তিন দিনব্যাপী ডিসি সম্মেলন মঙ্গলবার (২৪ জুলাই) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে কোনও বাধা এলে ডিসিদেরকে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করার নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার উদ্বোধনী অধিবেশনসহ মোট ৭টি অধিবেশন অনুষ্ঠিত হয়। আগামীকাল বৃহস্পতিবার ডিসি সম্মেলনের শেষ দিন।