বিমা খাতের নতুন জীবন দানের জন্য কাজ চলছে
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-০৭-২৬ ১১:৪৫:৪৪
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) বিমা খাতের নতুন জীবন দান করার জন্য কাজ করছেন বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব শফিকুর রহমান পাটোয়ারি। তিনি বলেন ইডরার হস্থক্ষেপে গত ৮ মাসে প্রায় ৩ হাজার ৩শ’ কোটি টাকা বিমা দাবি পরিশোধ করা হয়েছে। এর ফলে প্রমাণিত হচ্ছে বিমা করলে টাকা পাওয়া যায়। এই বিশ্বাস অর্জন করার জন্যই আমরা কাজ করে যাচ্ছি।
আজ বুধবার সকালে আইডিআরএ কার্যালয়ে নন-লাইফ বিমা কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কর্তৃক যমুনা গ্রুপের বিমা দাবির প্রায় ৩৮ কোটি টাকার চেক হস্তান্তর উপলক্ষ্যে তিনি এসব কথা বলেন। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশেন (বিআইএ)’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, আইডিআরএ’র সদস্য বোরহান উদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক ড. শেখ মো: রোজাউল ইসলাম ,গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের উপদেষ্টা নাসির এ চৌধুরী, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী, যমুনা গ্রুপের মহাব্যবস্থাপক (বাণিজ্য) এবিএম সামছুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।
শফিকুর রহমান বলেন, বিমা খাতের নেতিবাঁচক ধারাণার পরিবর্তন করার জন্য ২০১০ সালে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) গঠন করা হয়। গঠন করার পর থেকেই এ খাতের পুন:গঠনের জন্য কাজ করছে সংস্থাটি। ২০১৭ সালের সেপ্টেম্বরে আইডিআরএ’র চেয়ারম্যান হিসেবে যোগ দানের পর থেকে অন্যান্য সদস্যদের নিয়ে দীর্ঘ দিনের স্থবিরতা কাটিয়ে সক্রিয় ওঠে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। একইসঙ্গে বিমা খাতের উন্নয়নে সরকারের নির্দেশনা ও তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ কর্তৃপক্ষকে আরো গতিশীল করে তোলে হচ্ছে।
তিনি বলেন, তিন বছরে সব কাজ শেষ করা যাবে না। তবে একটি কাঠামোর ওপর দাঁড় করানো গেলে, সেটি তার নিয়ম মত চলবে। এই কাজগুলোই করে যাচ্ছি আমরা। তবেই কাঠামোর ওপর দাঁড় করাতে সবার সহযোগিতা প্রয়োজন। বিমা খাতের আগামির দিন উজ্জল উল্লেখ করে তিরি বলেন, গত ৮ মাসে প্রায় ৩ হাজার ৩শ’ কোটি টাকা বিমা দাবি পরিশোধ করেছে দেশের বিমা খাত। বিমা দাবি বিষয়ে ইডরার কঠোর অবস্থান, কার্যকর পদক্ষেপ এবং সুষ্পষ্ট নির্দেশনার কারণে বিমা কোম্পানিগুলো দাবি পরিশোধে এগিয়ে এসেছে। আইডিআরএ’কে সম্পৃক্ত করে দেশের বিভিন্ন স্থানে বিমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানও করছে বিমা কোম্পানিগুলো। নতুন নেতৃত্বে উন্নয়ন ও প্রশাসনিক উভয় কর্মকা-েই সক্রিয় ওঠে আইডিআরএ। প্রবিধানমালার খসড়া প্রণয়ন ও মতামত গ্রহণ, কর্তৃপক্ষে নতুন জনবল নিয়োগ, কোম্পানি প্রধানদের সঙ্গে নিয়মিত বৈঠক ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, বিমা মেলা ও উন্নয়ন মেলা আয়োজনসহ বিমা খাতের উন্নয়নে বিভিন্ন কর্মকা- পরিচালনা করে আইডিআরএ।