ভোটের অধিকার ফিরিয়ে আনতে সরোয়ারকে ভোট দিন: পার্থ

ডেস্ক প্রকাশ: ২০১৮-০৭-২৬ ২২:৪৯:৪৪


ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য বরিশালবাসীকে ২০ দলীয় জোট মনোনীত ধানের শীষের প্রার্থী মজিবুর রহমান সরোয়ারকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকেলে মজিবুর রহমান সরোয়ারের বাসায় ২০ দলীয় জোটের এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এতে সভাপতিত্ব করেন ২০ দলীয় জোটের শরিক দল খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান পেশওয়ারী।

সভায় পার্থ বলেন, ‘বরিশালবাসী কখনও কারও কাছে মাথানত করে না। আপনারও হামলা-মামলার ভয় না করে ৩০ তারিখে বুলেটের জবাব ব্যালটের মাধ্যমে দেবেন। দেশবাসী আপনাদের সঙ্গে রয়েছে।’

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজিপির মহাসচিব আব্দুল মতিন সাউদ, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরামসহ অন্যরা।

মতবিনিময় শেষে আন্দালিব পার্থের নেতৃত্বে জোট নেতারা বরিশালের মেয়র প্রার্থী মজিবুর রহমান সরোয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।