ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ডেস্ক প্রকাশ: ২০১৮-০৭-২৭ ১১:৫৯:২৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষা বর্ষে প্রথম বর্ষ স্মাতক বা সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার সময় সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৩১/৭/২০১৮ তারিখ বিকেল ৫টা ৩০ মিনিট থেকে ২৬/৮/২০১৮ তারিখ রাত ১২ টা পর্যন্ত সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ওয়েব সাইট থেকে অনলাইনে ফরম পূরণ করে নির্ধারিত টাকা জমা দানের জন্য পেমেন্ট স্লিপ ডাউনলোড করে ব্যাংকে টাকা জমা দিতে পারবে।
ভর্তি পরীক্ষার সময়সূচি:
ক ইউনিট:
ক ইউনিটের পরীক্ষা ২৮/৯/২০১৮ তারিখ শুক্রবার সকাল সকাল ১০ থেকে সাড়ে ১১টা পর্যন্ত।
খ ইউনিট:
খ ইউনিটের পরীক্ষা ২১/৯/২০১৮ তারিখ শুক্রবার সকাল সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত।
গ ইউনিট:
গ ইউনিটের পরীক্ষা ১৪/৯/২০১৮ তারিখ শুক্রবার সকাল সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত।
ঘ ইউনিট:
ঘ ইউনিটের পরীক্ষা ১২/১০/২০১৮ তারিখ শুক্রবার সকাল সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত।
চ ইউনিট (সাধারণ জ্ঞান):
চ ইউনিটের পরীক্ষা ১৫/৯/২০১৮ তারিখ শনিবার সকাল সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত।
চ ইউনিট (অংকন):
চ ইউনিটের পরীক্ষা ২২/৯/২০১৮ তারিখ শনিবার সকাল সকাল ১০ থেকে সাড়ে ১১টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে গ্রহণ করা হবে। প্রতি ভুল উত্তরের জন্য নাম্বার কাটা হবে। এসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হবে।
উলেখ্য, ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষায় এমসিকিউ (MCQ) এর সাথে লিখিত পরীক্ষা সংযোজিত হবে।