১৫৯ কোটি ডলার বিনিয়োগ করবে চীন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-০৭-২৯ ১৩:৫৪:১৭
চট্টগ্রামের মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে ১৫৯ কোটি ডলার বিনিয়োগ করবে চীন। অর্থনৈতিক অঞ্চলটির মোট ৯৮৮ একর জমিতে এ অর্থ বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন সে দেশের উদ্যোক্তারা। এ উপলক্ষে আজই বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে চীনের সরকারি সংস্থা সিল্করোড ইকোনমিক বেল্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড কো-অপারেশন চেম্বার অব কমার্সের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, মিরসরাইয়ের ৯৮৮ দশমিক ৫ একর জমিতে ‘সিচুয়ান-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ প্রকল্প গ্রহণে বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন চীনা উদ্যোক্তারা। এতে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ধরা হয়েছে ১৫৯ কোটি ডলার। বিদ্যুত্, অটোমোবাইল, কৃষিযন্ত্র এবং প্রাণিসম্পদের খাদ্য উত্পাদন, ইস্পাত, বস্ত্র ও খাদ্যভিত্তিক বাণিজ্যিক কমপ্লেক্স, আবাসিক অঞ্চল, কারিগরি প্রশিক্ষণ এবং চীন ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ স্থাপনের কাজে শিল্প পার্কটির জমি ব্যবহার করা হবে বলে জানা গেছে।
সূত্রমতে, প্রকল্পটিতে চীনা উদ্যোক্তাদের প্রতিনিধিত্ব করছে চীনের সিল্করোড ইকোনমিক বেল্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড কো-অপারেশন চেম্বার অব কমার্স। সিচুয়ান-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রকল্পটি বাস্তবায়নের উদ্দেশ্যে আজই বেজার সঙ্গে সিল্করোড চেম্বারের এমওইউ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। সিল্করোড ইকোনমিক বেল্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড কো-অপারেশন চেম্বার অব কমার্সের চেয়ারম্যান লুও চ্যাং ওয়েন সমঝোতা স্মারকে নিজ দেশের উদ্যোক্তাদের পক্ষে স্বাক্ষর করবেন।
এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে সিল্করোড ইকোনমিক বেল্ট চেম্বারের ডেপুটি সেক্রেটারি জেনারেল লি ইউয়েবিনসহ এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে সে দেশের বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে। এদের মধ্যে ঝংরং গুওচ্যাং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের ডেপুটি চেয়ারম্যান কুয়াং হং, ঝংরং গুওতোউ ক্যাপিটাল কোম্পানি লিমিটেডের বৈদেশিক বিভাগের জেনারেল ম্যানেজার গুয়াং শাওলিং, বিনিয়োগ বিভাগের জেনারেল ম্যানেজার ওয়াং ইয়ং, চ্যাংইউয়ান ইন্টারন্যাশনাল গ্রুপ কোম্পানি লিমিটেডের ডেপুটি চেয়ারম্যান হে বিন প্রমুখের নাম উল্লেখযোগ্য।
প্রসঙ্গত, আগামী ১৫ বছরের মধ্যে সারা দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সরকারের। বিদেশী বিনিয়োগের কেন্দ্র হিসেবে এসব অর্থনৈতিক অঞ্চল এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। সরকারি পর্যায়ে চীন, ভারত, সিঙ্গাপুরসহ অন্যান্য দেশের উদ্যোক্তারা বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ বাস্তবায়নে এগিয়ে আসছেন। এখন পর্যন্ত এ ধরনের প্রকল্প নিয়ে দেশী ও বিদেশী— উভয় ধরনের উদ্যোক্তাই বেশ আগ্রহ নিয়ে এগিয়ে এসেছেন। যেসব দেশের উদ্যোক্তাদের মধ্যে এখন বাংলাদেশে বিনিয়োগে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে, তাদের মধ্যে চীনা উদ্যোক্তারা সামনের সারিতেই রয়েছেন। এরই মধ্যে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা বে ইকোনমিক জোনের শিল্প-কারখানা থেকে পণ্য রফতানি করা শুরু করেছে চীনা খেলনা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেইগো বাংলাদেশ লি.।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এখন পর্যন্ত ১১টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রাক-যোগ্যতা লাইসেন্স দিয়েছে। এর মধ্যে ছয়টি অর্থনৈতিক অঞ্চলকে দেয়া হয়েছে চূড়ান্ত লাইসেন্স। এখন পর্যন্ত ৮০ হাজার একরেরও বেশি জমি চিহ্নিত করা হয়েছে। অর্থনৈতিক অঞ্চল স্থাপনে স্থান নির্বাচন হয়েছে মোট ৯৯টির। শুধু মিরসরাই ও সোনাগাজী উপজেলায় ৩০ হাজার একর জমির ওপর আধুনিক শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে।
এ বিষয়ে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী জানান, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের ফলে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, যা ২০১৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে দৃশ্যমান হবে।