দরপতনের শীর্ষে মেঘনা পেট

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৭-২৯ ১৬:৪৭:৩২


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন লুজার বা দর কমার তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৭০ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মেঘনা পেটের শেয়ার দর রোববার সর্বশেষ ১৫ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানির ৭৪ বারে ৩৭ হাজার ৪০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬ লাখ টাকা।
এছাড়া লুজার তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড।
কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ২ শতাংশ কমে সর্বশেষ ২২ টাকায় লেনদেন হয়েছে। আজ কোম্পানিটি ৩২১ বারে ২ লাখ ৩৩ হাজার ৭৪৪টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৫২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে মেঘনা কনডেন্স মিল্ক, ইন্ট্রাকো রিফুয়েলিং, আইটিসি, কেপিপিএল, এএফসি অ্যাগ্রো, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্যাসিফিক ডেনিমস ও আমরা টেকনোলজি লিমিটেড।