বাজারে এলো ডেলের ভস্ত্রো সিরিজের ৮ম জেনারেশন ল্যাপটপ
ডেস্ক প্রকাশ: ২০১৮-০৭-৩০ ০৮:৪২:৩৬
ডেলের অনুমোদিত পরিবেশক গ্লোবালব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো নতুন ডেল ভস্ত্রো সিরিজের ৫৩৭০ ও ৫৪৭১ ল্যাপটপ। অষ্টম প্রজন্মের কোর আই-৫ প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপগুলোতে রয়েছে ফিঙ্গার পাওয়ার সুবিধা। এই ল্যাপটপগুলোতে রয়েছে ৮জিবি ডিডিআর৪ র্যাম, ১টিবি হার্ডডিস্ক ড্রাইভ ও ২৫৬জিবি সলিড স্টেট ড্রাইভ, ইন্টেল এইচডি গ্রাফিক্স ৬২০ এবং এএমডি রেডিয়ন ৪জিবি গ্রাফিক্স।
এছাড়াও ১৩.৩ ইঞ্চি এবং ১৪ ইঞ্চি ফুল এইচডি ডিস্প্লে যুক্ত এই ল্যাপটপদুটিতে রয়েছে এন্টি গ্লেয়ার এলইডি ব্যাকলিট ডিসপ্লে। আকর্ষণীয় গ্রে এবং সিলভার কালারের এই ল্যাপটপদুটি পাওয়া যাচ্ছে গ্লোবালব্র্যান্ড এর যে কোনো শাখায় অথবা অনুমোদিত ডিলারহাউজে এবং সাথে থাকছে ৩ বছরের ওয়ারেন্টি। আর এতসব ফিচার সহ ল্যাপটপ দুটির মূল্য যথাক্রমে ৭১,৫০০ ও ৭৬,৫০০ টাকা মাত্র। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন ০১৯৬৯৬৩৩১৪৮ নাম্বারে।