ভোট শান্তিপূর্ণ হচ্ছে : খায়রুজ্জামান লিটন
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-০৭-৩০ ০৯:৫০:৫৬
আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ভোট শান্তিপূর্ণ হচ্ছে। কোথাও কোনো অনিয়ম হচ্ছে না। ভোটের আগে থেকেই বিএনপি বিভিন্ন রকম ষড়যন্ত্র শুরু করেছে। তাদের কোন ষড়যন্ত্র সফল হয়নি।
সোমবার সকালে ভোটগ্রহণ শুরুর পরই রাজশাহীর স্যাটেলাইট হাইস্কুল কেন্দ্রে নিজের ভোট দিয়ে এ কথা বলেন খায়রুজ্জামান লিটন।
খায়রুজ্জামান লিটন বলেন, এখন পর্যন্ত নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। আমরা এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশই চেয়েছিলাম। শেষ পর্যন্ত এমন পরিবেশই থাকবে। রাজশাহী শান্তির নগরী এখানে কাউকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে নৌকা প্রতীকের প্রার্থী লিটন বলেন, জয় আসবেই। এরপরও বলছি নির্বাচনে জয়-পরাজয় যায় হোক না কেন সেটা মেনে নেবো।
রাজশাহী সিটি নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা), বিএনপির মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শফিকুল ইসলাম (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মো. মুরাদ মোর্শেদ (হাতি) ও মো. হাবিবুর রহমান (কাঁঠাল)।