ঈদে একাধিক নাটকে মিথিলা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-০৭-৩০ ১০:২৪:০১
মাঝে অনেকদিন বিরতিতে থাকলেও এখন অভিনয়ে নিয়মিত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। আসছে ঈদে বেশ কিছু নাটকেই দেখা মিলবে তার। এরই মধ্যে কয়েকটি নাটকের শুটিংও শেষ করেছেন তিনি। সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে নাটকগুলোর শুটিং শেষ হয়।
নাটকগুলো হলো ‘লং ড্রাইভ’, ‘তুমি কিংবা ঘাসফুল’, ‘বাষ্প পত্র’ ও ‘যখন কখন’। এ চারটি নাটকেই তার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও এস এন জনি। আর এ চারটি নাটকই নির্মাণ করেছেন বি ইউ শুভ।
মিথিলা বলেন, ‘এবারই প্রথম দেশের বাইরে টানা কয়েকটি নাটকের কাজ করেছি। যেহেতু সবগুলো কাজই একই পরিচালকের কাজ ছিল তাই একটু সময় নিয়েই কাজগুলো করেছি। প্রতিটি নাটকেরই গল্প বেশ সুন্দর, একটি অন্যটি থেকে আলাদা। সহশিল্পী হিসেবে অপূর্ব তো সব সময়ই সহযোগিতাপরায়ণ। তা ছাড়া অপূর্ব আমার খুব ভালো একজন বন্ধুও। আশা করি প্রতিটি নাটকই দর্শকের ভালো লাগবে।’
আসছে ঈদুল আযহায় ঈদে চারটি ভিন্ন চ্যানেলে নাটকগুলো প্রচার করা হবে।