চীন থেকে জাহাজ হস্তান্তর করা হয়েছে বিএসসিকে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৭-৩০ ১১:৩১:০৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে (বিএসসি) “এম.ভি. বাংলার জয়যাত্রা” নামে একটি জাহাজ হস্তান্তর করেছে চীনা কতৃপক্ষ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এই জাহাজটি চীনে নির্মিত হয়েছিল। ইতোমধ্যে চীনের নিউ ইয়ং জি শিপইয়ার্ড কতৃপক্ষ জাহাজটি বিএসসিকে হস্তান্তর করেছে। জাহাজটি বিভিন্ন পোর্টে ব্যবসায় জড়িত থাকার পর বাংলাদেশে যাত্রা শুরু করেছে।
প্রসঙ্গত, বিএসসি ২০১৬ সালের ১৮ অক্টোবর ডিএসইতে নতুন ছয়টি জাহাজ কেনার খবর প্রকাশ করেছিল। এর মধ্যে থেকে প্রথম জাহাজ হিসেবে “এম.ভি. বাংলার জয়যাত্রা” হস্তান্তর করা হল।
উল্লেখ্য, বাকী পাঁচটি জাহাজ পর্যায়ক্রমে ২০১৯ সালের ফেব্রুয়ারির মধ্যে বিএসসির নৌবহরে যুক্ত করা হবে।