কুকুরের সঙ্গে ফুটবল খেললেন মেসি

ডেস্ক প্রকাশ: ২০১৮-০৭-৩১ ০৯:২৭:৫৮


তার স্কিলের অভাব নেই। ড্রিবলিং করতে পারেন অনায়াসে। প্রতিপক্ষ ফুটবলারকে ডজ দিয়ে বল নিয়ে এগিয়ে যেতে পারেন খুব দ্রুত। সেই লিওনেল মেসির কি-না এবার নতুন করে স্কিল শেখার প্রয়োজন পড়লো! তাও যেন-তেন কারো কাছ থেকে নয়, নিজের পোষ্যর সঙ্গে সেই স্কিল অর্জন করতেই নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন মেসি।
নতুন স্কিল শেখার জন্য মেসি বেছে নিলেন নিজের পোষ্য কুকুরকে। নিজের বাড়ির আঙ্গিনায় কুকুরকে নিয়ে নিবিড় অনুশীলনে ব্যস্ত লিওনেল মেসির একটি ভিডিও তিনি নিজে টুইটার পেজে প্রকাশ করেন। মুহূর্তেই ওই ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। নেটিজেনদের মধ্যে, বিশেষ করে মেসি ভক্তরা নতুন এই ভিডিওতে যারপর নাই উৎফুল্ল। তাদের প্রত্যাশা, আগামী মৌসুম থেকেই হয়তো নতুন মেসিকে দেখা যাবে ফুটবল মাঠে।
প্রকাশিত ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কুকুরের সঙ্গে বল দখলের লড়াই চলছে মেসির। তিনি দারুণ স্কিলে সেই বল দখলে রেখেছেন। যেই না কুকুর দৌড়ে এসে বলটি নিতে যাবে, তখনই তিনি বলটি কুকুরের মাথার ওপর তুলে সেটিকে নিয়ন্ত্রণে রাখছেন।