লভ্যাংশ দেবে না ফার্স্ট ফিন্যান্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৭-৩১ ১০:২৯:১৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট ফিন্যান্স ২০১৭ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানির পরিচালনা পর্ষদ গতকাল নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটি ২৪তম ও ২৫তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু, তারিখ ও সময় জানিয়েছে।
কোম্পানির ২৪তম এজিএম আগামী ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আর ২৫তম এজিএমও একই স্থানে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।
২৪তম এজিএমের রেকর্ড ডেট ২০১৭ সালের ২৩ মে ছিল। আর ২৫তম এজিএমের জন্য আগামী ৩০ আগস্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
কোম্পানিটি আরও জানায়, উচ্চ আদালতের নির্দেশে নির্ধারিত সময়ে ২৪তম এজিএম করতে পারেনি।
এখন কোম্পানি ২৪ ও ২৫তম এজিএম উচ্চ আদালতের নির্দেশে একই দিনে করার অনুমতি পেয়েছে।
এর আগে সঞ্চিতি ঘাটতি সত্ত্বেও লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একজন শেয়ারহোল্ডারের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের ১৫ জুন অনুষ্ঠিতব্য ফার্স্ট ফিন্যান্সের এজিএম ৬ মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট।
কোম্পানিটির পক্ষ থেকে স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করা হলে গত বছরের ১০ আগস্ট হাইকোর্টের দেয়া আদেশ বাতিল করে দেন আপিল বিভাগ।