ধীরে ধীরে অনুমোদিত মূলধন বাড়াবে স্ট্যাইল ক্রাফট

ডেস্ক প্রকাশ: ২০১৮-০৭-৩১ ১৬:৩৫:১৫


বস্ত্র খাতের কোম্পানি স্ট্যাইল ক্রাফট লিমিটেড অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ১ কোটি টাকা থেকে ১০০ কোট টাকা পর্যন্ত মূলধন বাড়াবে। এই মূলধন কোম্পানিটি ধীরে ধীরে বাড়াবে।
গত বছরের ৪ ডিসেম্বর কোম্পানির পরিচালনা পর্ষদ ইজিএমে ১০০ কোটি টাকা মূলধন বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে।
ওই সিদ্ধান্তের ভিত্তিতে কোম্পানিটি ৫০ কোটি টাকা মূলধন বাড়িয়েছে। আর বাকী ৫০ কোটি টাকা ধীরে ধীরে বাড়ানো হবে।