রাতে আর ঘুম ভাঙায় না ডাহুক

আপডেট: ২০১৫-১১-০১ ১৮:২৩:০৫


white brest hen_89018একসময় দেশের হাওর-বাওড়, খাল-বিল-ঝিল, নালা-দীঘির পাশের ঝোপঝাড়ে ডাহুকের কলরব শোনা যেত। গভীর রাতেও ডাহুকের করুণ ডাকে অনেকের ঘুম ভাঙত। কিন্তু এখন আর তেমন শোনা যায় না দেশীয় প্রজাতির এই পাখির ডাক।

বর্ষা ও শরতে বাড়ির আঙিনায় হাঁসমুরগির পাশাপাশি ঘুরে বেড়াত ডাহুক পাখি। টিনের চালে ঝুম বৃষ্টির শব্দ আর শাপলার বিলে ডুক্ ডুক্ ডাহুকের ডাক- এ যেন গ্রামবাংলার বর্ষার চিরন্তন রূপ। কিন্তু প্রকৃতির এই সুন্দর রূপ ধ্বংস হচ্ছে দিন দিন। কৃষিজমিতে অতিমাত্রায় কীটনাশক প্রয়োগ, বন-জঙ্গল উজাড়, খাদ্য সংকট, প্রজননকালীন শিকারিদের উৎপাতসহ নানা কারণে এখন হারিয়ে যাওয়ার পথে ডাহুক।

পাখি বিশেষজ্ঞদের মতে, দেশে এখন দ্রুত অবলুপ্তির তালিকায় ডাহুকের নাম। এর কারণ হিসেবে তারা বলছেন শিকারিদের ফাঁদ, এই পাখির মাংস খাওয়ার প্রবণতা, জলাভূমি নষ্ট করে ফেলা ও তাদের খাদ্যভান্ডরে টান পড়া কথা।

ডাহুক জলের পাখি। খুব ভীরু। জলাভূমির আশপাশের ঝোপঝাড়ে আবাস করে থাকা পাখিটি মাঝারি আকারের। পায়ের আঙুল বেশ লম্বা। পিঠের রং ধূসর থেকে খয়েরি কালো। মাথা ও বুক সাদা। লেজের নিচের কারির ফাঁদ আর অংশে লালচে আভা। ঠোঁট হলুদ রঙের, ঠোঁটের ওপরে লাল রঙের ছোট দাগ আছে। পানিই এদের প্রধান আশ্রয়।

পুকুর, খাল-বিল, জলাভূমি ও নদীর গোপন লুকোনো জায়গা এদের খুব প্রিয়। মাটিতে, ঝোপের তলায় এরা বাসা তৈরি করে। ৬ থেকে ৭টি ডিম পাড়ে। ডিমের রং ফিকে হলুদ বা গোলাপি মেশানো সাদা।

সানবিডি/ঢাকা/রাআ