মিউচ্যুয়াল ফান্ডের রিট স্থগিত

প্রকাশ: ২০১৫-১১-০১ ১৯:৪৭:০৪


mutual-fundরাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি ও বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস পরিচালিত ১০ মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের রূপান্তর বা অবসায়ন প্রক্রিয়ার ওপর বিনিয়োগকারী আলী জামানের করা রিট স্থগিত করেছে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ।

আজ রোববার চেম্বার জজ  আদালতে স্থগিত রিটের ওপরে আপিল শুনানির পর প্রধান বিচারপতি এসকে সিনহার ৪ সদস্যের গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আর এই স্থগিত আদেশের ফলে এসব মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনাই বহাল রাখল আদালত।

বিনিয়োগকারী আলী জামানের রিটের পর মামলাটির  আপিল শুনানি ৩ দফায় পেছায়। গত ২৭ অক্টোবর আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন টানা তৃতীয় বারে শুনানির দিন পরিবর্তন করেন। একই সঙ্গে আর রোববার মামলার শুনানি ফুল বেঞ্চে হবে বলে জানান।

এ ব্যাপারে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. একরামুল হক অর্থসূচককে বলেন, আজ মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতির গঠিত বেঞ্জ মিউচ্যুয়াল ফান্ডের ওপর করা রিট স্থগিত করেছেন। আর এর ফলে ওই সব  মিউচ্যুয়াল ফান্ডের  ক্ষেত্রে বিএসইসির নির্দেশনা আবার বহাল হয়েছে।

এসইসির আইনজীবী তানজিবুল আলম অর্থসূচককে বলেন, আজ আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে বিচারক আলী জামানের করা রিট স্থগিত করেছেন।

হাইকোর্ট গত সেপ্টেম্বর মাসে এই ১০ মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের রূপান্তর বা অবসায়ন প্রক্রিয়া ৬ মাসের জন্য স্থগিত করে। এক বিনিয়োগকারীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন।

প্রসঙ্গত, বিএসইসি মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ ও অবলুপ্তির আদেশ দিয়ে ২০১০ সালের ২০ ফেব্রুয়ারি একটি গেজেট প্রকাশ করে। এছাড়া গত ২৯ জুন কমিশন সভায় ১০ মেয়াদি মিউচুয়াল ফান্ডের রূপান্তর অথবা অবসায়ন সম্পর্কিত নির্দেশনা জারি করে।

তবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা ২০০১-এর ৫০(খ) ধারায় উল্লেখ রয়েছে, কোনো মেয়াদি স্কিমের মেয়াদ এবং পরিমাণ স্কিম ঘোষণার সময়ই নির্ধারণ করতে হবে। তবে স্কিমের মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে এক বছর আগে ইউনিট মালিকদের বিশেষ সভায় উপস্থিত ভোটারদের তিন-চতুর্থাংশ ইউনিটধারীর সম্মতিতে ফান্ডের মেয়াদ অনুরূপ একটি সময়ের জন্য বর্ধিত করা যাবে।