আমি এ হত্যার বিচার চাই না

প্রকাশ: ২০১৫-১১-০১ ১৯:৫২:৩০


Barakatপ্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যায় শোকের সাথে ক্ষোভও ছড়িয়ে পড়েছে সর্বত্র। দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক শনিবার ছেলের মৃত্যুর সংবাদ পাওয়ার পর গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি এ সরকারের কাছে বিচার চান না। কারণ হত্যাকাণ্ড সরকারেরই ব্যর্থতা। বিচার পাবেন বলে আশা করেন না তিনি।

রোববার একইভাবে ক্ষোভ প্রকাশ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আবুল বারকাত। তিনি বলেন, ‘দীপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে আমার সরাসরি ছাত্র। আমি এ নিয়ে সরকারের কাছে বিচার চাই না। কারণ সরকার তা করতে পারবে না। একটি ত্রিভূজের মাথায় মুল শক্তি আছে। তা হলো বৈশ্বিক পুঁজিবাদ। রয়েছে আমেরিকা। ত্রিভূজের মাথায় রযেছে জামায়াতে ইসলামী। এক বাহুতে জঙ্গিবাদ। আর তৃতীয় বাহুতে রয়েছে মৌলবাদের অর্থনীতি। নিচে ২৪১টি এনপিও ট্রাস্টি আছে যাদের সাথে সরকারের সরাসরি সম্পর্ক আছে। তাই যারা বিচার চায়, তাদের আমি বলব আপনারা কার কাছে বিচার চাইছেন?’

রোববার বিকেলে রাজধানীর শাহবাগস্থ কেন্দ্রীয় জাদুঘরের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ কথা বলেন তিনি।

এসময় বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, ‘এরকম হত্যাকাণ্ড চালিয়ে ৩০ লক্ষ মানুষকে শহীদ করেও জাতীয় সত্তাকে হত্যা করা গিয়েছিল? না। খুনিরা খুন করে পরে ঘোষণা দিলেও ব্যবস্থা নিচ্ছে না । সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।’

মানবাধিকারকর্মী খুশি কবির বলেন, ‘এই প্রযুক্তির যুগে প্রকাশকের দরকার নেই। প্রযুক্তির মাধ্যমে বই আরো বাড়বে, মানুষকে এসব আরো জানাব। তাই হত্যা করে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে রাখতে পারবে না।’

সমাবেশে আরো বক্তব্য দেন- উদীচীর সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রুহীন হোসেন প্রিন্স, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রমুখ।