ঢাবির তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

আপডেট: ২০১৫-১১-০১ ২০:০৮:০৪


du_89053ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতির সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত ছাত্ররা হলেন- মো. ফরহাদ উদ্দিন (তথ্য প্রযুক্তি বিভাগ, ১ম বর্ষ), এস এম ইমরুল কায়েস শুভ (পদার্থ বিজ্ঞান বিভাগ, মাস্টার্স), দ্বীন মোহাম্মদ সোহেল (প্রাচ্যকলা বিভাগ, ৪র্থ বর্ষ)।

সানবিডি/ঢাকা/রাআ