নিউইর্য়কে অনুষ্ঠান করতে গিয়ে বিয়ে করলেন শিল্পী ইলিয়াস
|| প্রকাশ: ২০১৫-১১-০২ ১৫:৫৫:১২ || আপডেট: ২০১৫-১১-০২ ১৫:৫৫:১২

কোনো রকম প্রস্তুতি ছাড়াই অনেকটা হুট করেই বিয়েটা সেরে ফেললেন এ প্রজন্মের জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেন। পাত্রী নিসাফ তাবাস সুম, তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী।
বাংলাদেশে এ সময়ের সড়া জাগানো তরুণ প্রজন্মের তারকা ইলিয়াস হোসেন নিউইর্য়কে অনুষ্ঠান করতে আসেন। সফর শেষে তার ভক্ত ব্রুকলিনস্থ নিউইর্য়ক প্রবাসী নিসাফ তাবাস সুমকে বিয়ে করেন। গানের সূত্র ধরেই ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়।
নিউইর্য়ক জ্যাকসন হাইটসের কাজী অফিসে গত ১১ অক্টোবর রাতে ইলিয়াস ও নিসাফ তাবাস সুমের বিয়ে হয়। তবে বিষয়টি সবার সামনে আসে সম্প্রতি। বিয়ের মূল অনুষ্ঠানটি পারিবারিক পর্যায়ে ঢাকায় সম্পন্ন হওয়ার কথা রয়েছে আগামী ডিসেম্বরে।
এদিকে নিউইর্য়ক জ্যাকসন হাইটসের কাজী অফিসে এর আগে শিল্পী জেমস, আরেফিন রুমী ও অভিনেত্রী কেয়াসহ অনেক সেলেব্রিটির বিয়ে হয়েছে।