এমন বৃ‌ষ্টি হা‌জি‌দের প্র‌তি মহান আল্লাহর নিয়ামত

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৮-০৯-০৬ ১১:৫৩:৩৯


রাত সা‌ড়ে ৮টা। এশার নামাজ প‌ড়ে হা‌জিরা হে‌রেম শরিফ থে‌কে বের হ‌চ্ছেন। এমন সময় হঠাৎ করে প্রচণ্ড বে‌গে ঝড়ো বাতাস বই‌তে শুরু ক‌রে।
আকাশ কাঁপি‌য়ে বজ্রপাত হয়। হে‌রেম শরিফ প্রাঙ্গ‌ণে দাঁড়ানো হা‌জিদের বাতা‌সে উ‌ড়ি‌য়ে নেয়ার উপক্রম হয়। ঝ‌ড়ো বাতা‌সে প‌লি‌থি‌নের ব্যাগ আকা‌শে উড়‌তে থা‌কে।
হা‌জি‌দের নিয়ন্ত্র‌ণের জন্য রাখা প্লা‌স্টিকের ব্যা‌রি‌কেডগু‌লো উড়ে এসে হা‌জি‌দের গা‌য়ে ধাক্কা মার‌লে বেশ কয়েকজন মা‌টিতে উল্টে প‌ড়ে যান।
এ সময় আত‌ঙ্কে নারী-পুরুষ-শিশুরা ‌নিরাপদ আশ্র‌য়ের সন্ধা‌নে দৌঁড়া‌তে থা‌কেন। নিরাপত্তারক্ষীরা দ্রুত এসে প্লাস্টিকের ব্যা‌রি‌কেডগু‌লো সরা‌তে ব্যস্ত হ‌য়ে প‌ড়েন।
মুহূর্তের ম‌ধ্যে জনাকীর্ণ কাবাপ্রাঙ্গণ ফাঁকা হ‌য়ে যায়। এরপর শুরু হয় মাঝা‌রি বৃ‌ষ্টিপাত। কাবাপ্রাঙ্গণের টাইলস ভি‌জে পি‌চ্ছিল হ‌য়ে যায়। প্রায় ৩৫ মি‌নিট টানা বৃ‌ষ্টি হয়।
মক্কায় দিনভর প্রচণ্ড গরম থাক‌লেও আধাঘণ্টার বৃ‌ষ্টি স্ব‌স্তির পরশ বু‌লি‌য়ে দেয়। বাংলা‌দেশ ও ভারতীয় নারীদের কেউ কেউ বৃ‌ষ্টিতে ভেজেন।
হা‌জি‌দের অনে‌কেই বল‌ছি‌লেন, সৌ‌দি আর‌বে এমন বৃ‌ষ্টি হা‌জি‌দের প্র‌তি মহান আল্লাহর নিয়ামত।