গেইনারে হাক্কানী পাল্প অ্যান্ড পেপার

প্রকাশ: ২০১৫-১১-০২ ১৭:২২:১১


hakkaniঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন গেইনারে রয়েছে কাগজ ও মূদ্রণ খাতের কোম্পানি হাক্কানী পাল্প অ্যান্ড পেপার লিমিটেড। এদিন কোম্পানির শেয়ার দর ৪ টাকা বা ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ কোম্পানিটি সর্বশেষ লেনদেন করে ৪৪ টাকা ৬০ পয়সা দরে। এদিন ৬৪৭ বারে কোম্পানিটির লেনদেন হয়েছে ২ লাখ ১৮ হাজার ৪০৭টি শেয়ার। যার আর্থিক মূল্য ছিল ৯১ লাখ ৭০ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ১২ শতাংশ। আজ কোম্পানিটির সর্বশেষ লেনদেন হয় ৬৭ টাকা দরে। এদিন ৬১১ বারে কোম্পানিটির ২ লাখ ৩৩ হাজার ৫৯৩ টি শেয়ার লেনদেন হয়।

আর ২ টাকা ৯০ পয়সা বা ৮ দশমিক ৭১ শতাংশ দর বেড়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে মুন্নু সিরামিক লিমিটেড।

এছাড়া গেইনারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, গোল্ডেন সন, লিগাছি ফুটওয়্যার, স্ট্যান্ডার্ড সিরামিক, অলিম্পিক অ্যাক্সেসোরিজ লিমিটেড।