ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি মুমিনুলের

প্রকাশ: ২০১৫-১১-০২ ১৭:৫২:২৮


Mominulফজলে মাহমুদের বলে চার মেরে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন লিটল মাস্টার মুমিনুল হক সৌরভ। বাংলাদেশ জাতীয় (টেস্ট) দলের হয়ে সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান মুমিনুল হক সৌরভ। দেশের জার্সি গায়ে সবচেয়ে বেশি টেস্ট এভারেজ মুমিনলের।

চট্টগ্রাম বিভাগের হয়ে ওয়ালটন ১৭তম জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে দ্বিতীয় স্তরের ম্যাচে  বরিশাল বিভাগের বিপক্ষে রোববার তৃতীয় দিনের খেলায় এ কৃতি গড়েন লিটল মাস্টার।

বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে চট্টগ্রামের সংগ্রহ ‍ছিল ১ উইকেটে ১৩৪ রান। মুমিনুল হক ৬৪ ও নাফীস ইকবাল ৩০ রান নিয়ে অপরাজিত ছিলেন।
নাফিজ ইকবাল ৫৬ রানে আউট হলেও তিনি ছিলেন অবিচল। অপরপ্রান্তে আশা-যাওয়া থাকলেও একপাশ আগলে ব্যাট করে যাচ্ছেন মুমিনুল।

এই রিপোর্ট পাওয়া পর্যন্ত চট্টগ্রামের সংগ্রহ ৩৫৭ রান ৬ উইকেটে। মুমিনুল অপরাজিত আছেন ২১১ রানে।

ফিফটি-শতক হাঁকালেও জাতীয় দল বা ঘরোয়া ক্রিকেটে ডাবল সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না কক্সবাজারের এই লিটল মাস্টার। বাংলাদেশের হয়ে তার সর্বোচ্চ রানা ১৮১। প্রথম শ্রেণির ক্রিকেটেও তার সর্বোচ্চ ছিল ১৮১ রান।