ঢাকায় জিম্বাবুয়ে দল
আপডেট: ২০১৫-১১-০২ ১৯:৪৭:০১
তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আজ সোমবার বিকেল ৫টা ৮ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে এলটন চিগুম্বরা বাহিনী।
আজ ঢাকা পৌঁছলেও আগামী ৭ নভেম্বর প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে স্প্রিং বক খ্যাত জিম্বাবুয়ে দল। এ দিয়েই শুরু হবে ওয়ানডে সিরিজ। তার আগে ৫ নভেম্বর ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।এরপর ৯ এবং ১১ নভেম্বর বাকী দুটি ওয়ানডে ম্যাচে টাইগারদের বিরুদ্ধে লড়বে স্প্রিং বকরা।
তারপর ১৩ ও ১৫ নভেম্বর দুটি টি-২০ ম্যাচ খেলবে দুই দল। সিরিজ শেষে ১৬ নভেম্বর দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে জিম্বাবুয়ের।
কঠোর নিরাপত্তা পাহারায় হোটেল সোনারগাঁও পৌঁছেছেন তারা। আজ পুরো দিন বিশ্রাম করেই কাটাবেন সফরকারীরা। আগামীকাল মঙ্গলবার অনুশীলনে নামার কথা রয়েছে তাদের।
প্রসঙ্গত, জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০১৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে। কিন্তু নিরাপত্তা আশঙ্কায় গত অক্টোবরে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর স্থগিত করে। এরপর সেই সিরিজের ওয়ানডে এবং টি-২০ ম্যাচগুলো নভেম্বরে এসে খেলে যেতে জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই আমন্ত্রণে জিম্বাবুয়েও সম্মতি জানায়। এর প্রেক্ষিতে আজ ঢাকায় এসে পৌঁছাল আফ্রিকার এই দলটি।